সহীহ নামাজ শিক্ষা
About Course
আল্লাহতায়ালা সুরা বাকারায় বলেছেন, ‘কোরআন সেই মুত্তাকিদেরকে মুক্তির পথ দেখাবে যারা জীবনে নামাজ কায়েম করে।’ -সুরা বাকারা : ২-৩
পবিত্র কোরআন শরীফে অন্তত ৮২ বার নামাজ কায়েম করার কথা বলা হয়েছে ।
অনেকেই শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন না । অথচ যে ব্যক্তি নামাজ পড়েনা সে বেহেশত পাবে না। কারণ ‘নামাজ বেহেশতের চাবি’। সহীহভাবে নামাজ পড়া শেখাটা আমাদের অত্যন্ত জরুরী।
নামাজ পড়াটা সহজভাবে শিখতে চান তবে কতগুলো বিষয় আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে।
- নামাজের পূর্বপ্রস্তুতি (ওযু/পোষাক/নামাজের স্থান)
- নামাজের সকল কায়দাকানুন
- পাঁচ ওয়াক্ত নামাজ
- নামাজের সুন্নত ওয়াজিব নামাজ
- নামাজের সকল দোয়া ও তাসবীহ সমূহ
একজন ইমামের কাছ থেকে নামাজের প্রোপার গাইডলাইন পেলে তবেই আপনার নামাজে ভুলত্রুটির সম্ভাবনা অনেকখানি কমে যায়। এই ব্যস্ত সময়ে ঘরে বসেই যদি লেসনের মাধ্যমে নামাজের খুঁটিনাটি শেখা যায় তাহলে ঝাক্কিঝামেলা অনেকখনি কমে যায়। নামাজ নিয়ে আপনার সকল ধরণের জিজ্ঞাসা ও কায়দাকানুনের সঠিক পন্থা শেখাতে মাস্টার একাডেমি বাংলাদেশ নিয়ে এসেছে ‘সহীহ নামাজ শিক্ষা’ কোর্স। প্রখ্যাত ইমামের দ্বারা নামাজের সকল কিছুকে সহজভাবে শেখানো হবে মাস্টার একাডেমি বাংলাদেশের এই কোর্সে । বিভিন্ন পরিস্থিতিতে কোন নামাজ কিভাবে আদায় করবেন ও আমলগুলো করার তরিকা দেখানো হয়েছে। যথাযথভাবে বুঝিয়ে বলাহয়েছে খুটিনাটি প্রতিটি বিষয়েই। তো দেরী না করে আজই এনরোল করে ফেলুন কোর্সটিতে। নিজেকে ইসলামের পথে ধাবিত করতে ভালোভাবে নামাজ আদায় করা শিখতে শুরু করে দেওয়ার এখনই সেরা সময় ।
Course Content
নামাজ পরিচিতি
- 06:33
- 11:45
- 06:24